ডানবাহুর অপারেশন শেষে দিল্লির হিন্দুজা হাসপাতাল ছেড়েছেন বলিউড অভিনেতা রনবীর সিং। গত পরশু হাসপাতালটিতে তার ছোটোখাটো অপারেশন হয়। অপারেশনের আগের মুহুর্তে হাসপাতাল থেকে সরাসরি টুইটও করেছিলেন তিনি। এবার হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেও অসুস্থতার সময় পাশে থাকার জন্য ভক্তদেরকে ধন্যবাদ দিয়েছেন এক টুইটে।
মাসখানেক আগে সঞ্জয় লীলা বানসালির 'বাজিরাও মাস্তানি' মুভিতে অভিনয় করার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে ডানহাতে ব্যথা পেয়েছিলেন রনবীর। এর পরিপ্রেক্ষিতেই তার হাতে অপারেশন করাতে হয়। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে মাসখানেক বেডরেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মে মাস থেকে ফের মুভিটির শুটিংয়ে ফেরার কথা রয়েছে তার। তবে আপাতত কোনো অ্যাকশন দৃশ্যে অভিনয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। খবর ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/ ৬ এপ্রিল ২০১৫/শরীফ