মহানায়িকা সুচিত্রা সেনের ৮৪তম জন্মদিন আজ। বাংলার পাশাপাশি হিন্দি সিনেমাতে অভিনয়ের মাধ্যম দর্শকদের মন কেড়েছেন তিনি। ১৯৫৫ সালে তার প্রথম অভিনীত হিন্দি ছবি ‘দেবদাস’। বাংলা সিনেমার উত্তম-সুচিত্রা জুটি আজও অবিস্মরণীয়। ১৯৩১ সালের ৬ এপ্রিল সুচিত্রা সেন পাবনা শহরের গোপালপুর মহল্লার একতলা পাকা পৈতৃক বাড়িতে সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে পাবনার এ বাড়িতেই। তার স্কুলে ভর্তি করার সময় নাম রাখা হয় কৃষ্ণা দাশগুপ্ত।
কিংবদন্তি পাবনার মেয়ে কৃষ্ণা ঘটনাচক্রে একদিন হয়ে যান সুচিত্রা সেন। কৃষ্ণা থেকে রমা দাশগুপ্ত তার পর রমা সেন এবং সুচিত্রা সেন। বাংলার মানুষের প্রিয় শিল্পী। সুচিত্রা সেনের স্বামী দিবানাথ সেনের পূর্ব পুরুষদের বাড়ি ছিল বাংলাদেশেরই দক্ষিণের এক জেলায়। তারা ছিলেন ঢাকার বাসিন্দা। সুচিত্রা সেনের শ্বশুর ছিলেন আদিনাথ সেন। তার নামেই পুরান ঢাকায় একটি লেন রয়েছে (আদিনাথ সেন লেন)।
পাবনার উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে রমা বনেদি পরিবারের বধূ হয়ে ঘর সংসার করতেই সিনেমার অভিনয়ে জড়িয়ে পড়েন। বিয়ের আড়াই বছরের মাথায় ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ নামের একটি বাংলা ছবিতে তিনি প্রথম অভিনয় করেন। অজ্ঞাত কারণে ছবিটি মুক্তি পায়নি। এরপর ১৯৫৩ সালে নায়িকা হয়ে তার অভিনীত প্রথম ছবি ‘সাত নম্বর কয়েদি’ ছবিটি মুক্তি পায়। ১৯৫৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ৩৫ বছর সুচিত্রা সেন নিজেকে সিনেমার অভিনয়ে জড়িত রেখেছিলেন। স্বামী দিবানাথ সেনের প্রবল আপত্তি থাকলেও সুচিত্রা সেন মনের তাগিদে নিজেকে অভিনয়ে জড়িত রেখেছিলেন।
সুচিত্রা সেন বাংলা ৫৬টি ও ৭টি হিন্দি মিলে মোট ৬৩টি ছবিতে নায়িকা হয়ে অভিনয় করেছেন। এর মধ্যে ৩২টি ছবিতেই নায়ক ছিলেন উত্তম কুমার। উত্তম কুমারের সাথে ১৯৫৩ সালে প্রথম ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে সুচিত্রা সেন নায়িকা’র চরিত্রে অভিনয় করেন। ১৯৭৫ সালে উত্তম-সুচিত্রা জুটির শেষ ছবি ‘প্রিয় বান্ধবী’ মুক্তি পায়। সুচিত্রা শেষ অভিনীত সর্বশেষ ছবি ‘পাশা’ মুক্তি পায় ১৯৭৮ সালে। এ ছবির নায়ক ছিলেন, সৌমিত্র চট্টপাধ্যায়। সুচিত্রা অভিনীত ৭ টি ছবিতে বিকাশ রায় এবং ৫ টিতে বসন্ত চৌধুরী নায়ক ছিলেন। তিনি ১৯৬৩ সালে মস্কো ফিল্ম ফেয়ারে ‘সাত পাকে বাঁধা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা নায়িকার পুরস্কার পান। সেটিই ছিল কোন ভারতীয় বাঙলির প্রথম পুরস্কার। ২০১০ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান। তবে তিনি রাষ্ট্রপতির কাছে নিজে হাজির না হওয়ায় পুরস্কারটি পাননি। এ মহানায়িকা গত বছরের ১৭ জানুয়ারি কোটি দর্শককে কাঁদিয়ে ইহজগৎ ত্যাগ করেন।