টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি এপার বাংলার নায়িকারা কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে? অন্তত স্টুডিওপাড়ায় কান পাতলে সেটাই শোনা যাচ্ছে। খুব শীঘ্রই নাকি শীর্ষস্থান হারাতে চলেছে টলিউডি সুন্দরীরা। কারণ তাদেরকে কড়া টক্কর দিতে এগিয়ে আসছেন প্রতিবেশি বাংলাদেশের পাঁচ পাঁচজন নায়িকা!
এই তালিকায় প্রথমে আসবে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের কথা। ৯০'র দশকের শেষদিকে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু। তার প্রথম ছবি ‘ডুবসাঁতার’ বক্স অফিসে তেমন সাড়া জাগাতে না পারলেও জয়ার অভিনয় সর্বত্র প্রশংসিত হয়েছিল। এরপর ‘রাজকাহিনী’ ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গেছে। বর্তমানে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ‘একটি বাঙালী ভূতের গপ্পো’ ছবির শ্যুটিং করছেন জয়া। তার আগামী ছবি ‘কণ্ঠ’।
বাংলাদেশের সম্ভাবনাময়ী অভিনেত্রীর তকমা মাহিয়া মাহিকে দিলে মনে হয় খুব একটা ভুল হবে না। ২০১২ সালে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভালবাসার রং’। তবে অঙ্কুশের বিপরীতে টলিউডি ছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এ অভিনয় করলেও দর্শকদের মনে তেমন একটা ছাপ রাখতে পারেননি। তবে থেমে নেই তিনি, বর্তমানে নিজের দেশে ফিরে গিয়েছেন মাহি। তার হাতে এখন দু'দুটো ছবি, যার একটি ‘অগ্নি-২’।
গায়িকা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন কুসুম শিকদার। পরবর্তীতে একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাকে। এরপর নামেন বড় পর্দায়, তার প্রথম ছবি ‘গহীনের শব্দ’, যেখানে অভিনয় করে বাংলাদেশের জাতীয় পুরস্কার পান কুসুম। বর্তমানে পরিচালক গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ ছবিতে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করছেন।
বাংলাদেশের আরেক অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহী। ক্যারিয়ারের শুরু মডেলিং দিয়ে, পরবর্তীতে টেলিভিশনে। ‘অপরিচিত’ নাটকের মধ্যে দিয়ে তার অভিনয় জগতের হাতেখড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে এই নাটকে একজন হিন্দু নারীর চরিত্রে অভিনয় করেছিলেন। বড়পর্দায় তার প্রথম ছবি ‘সংগ্রাম’, বিপরীতে ছিলেন পরমব্রত চ্যাটার্জি। এই ছবিতে অভিনয়ের মধ্যে নিজের অভিনয় ক্ষমতার প্রমাণ রেখেছিলেন রুহী।
সোহানা সাবা হলেন তালিকায় পঞ্চম বাংলাদেশি অভিনেত্রী যিনি এই মুহূর্তে টালিগঙ্গের অভিনেত্রীদের ঘুম কেড়ে নিয়েছেন। ছোট পর্দার পরিচিত মুখ হলেও বেশ কয়েকটি বড় পর্দার ছবিতে অভিনয় করেছেন সোহানা। এগুলো হলো: খেলাঘর, চন্দ্রগ্রহণ, প্রিয়তমেষু। বর্তমানে পরিচালক অয়ন চক্রবর্তীর প্রথম ছবি ‘ষড়রিপু’ ছবিতে অভিনয় করছেন সোহানা।
তবে কি কলকাতার নায়িকাদের জনপ্রিয়তা কমছে? এই প্রশ্নের উত্তরে সরাসরি কোন প্রতিক্রিয়া জানাননি জয়া আহসান। শনিবার দক্ষিণ কলকাতার মুক্তি ওয়ার্ল্ড ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত ‘একটি বাঙালী ভূতের গপ্পো’ ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়ে জয়া বলেন, ‘এখানকার পরিচালকরা আমাকে এই চরিত্রের জন্য উপযুক্ত বলে মনে করেছেন বলেই হয়তো আমাকে অভিনয়ের গুরু দায়িত্ব দিয়েছেন’।
বিডি-প্রতিদিন/ ০২ মে, ২০১৫/ রশিদা