মিডিয়া পাড়ায় এক মাস দেখা যাবে না হালের আলোচিত টিনএজ অভিনেত্রী সাবিলা নূরকে। আজ শনিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। মূলত পরিবারের কিছু সদস্যের সঙ্গে অবকাশ যাপন করতেই তার এ যাত্রা। সেখানে থাকবেন বড়বোনের সঙ্গে। কাটাবেন বেশ কিছু আনন্দঘন মুহূর্ত।
বাংলাদেশ প্রতিদিনকে সাবিলা বলেন, "আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবো। এসময়টাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে। এছাড়া বোনের পরিবার তো রয়েছেই। এর আগে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। সেই সময়ের কিছু স্মৃতি এখনো নাড়া দেয় আমাকে। অাশা করি এবারের যাত্রাটাও আনন্দঘন হবে।"
বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে কাজ করছেন সাবিলা নূর। একমাসের বিরতিতে নাটকের শিডিউলে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে সাবিলা বলেন, যুক্তরাষ্ট্র ভ্রমণের বিষয়টি অনেক আগে থেকেই পরিচালকদের জানিয়ে রেখেছিলাম। সুতরাং, শিডিউল নিয়ে কোনো সমস্যা হবে না।
বিডি-প্রতিদিন/ ০২ মে, ২০১৫/ রশিদা