অভিনেত্রী জয়া আহসান ছোটপর্দা দিয়েই ক্যারিয়ার শুরু করেছেন। জনপ্রিয়ও হয়েছেন ছোটপর্দায় অভিনয় করে। কিন্তু বর্তমানে তিনি ছোটপর্দা থেকে অঘোষিত বিদায় নিয়েছেন। দেশের কোন নাটক-টেলিফিল্মে তিনি আর অভিনয় করছেন না। কারন একটাই, বড়পর্দায় নিয়মিত অভিনয় করা। কিন্তু দেশের ছোটপর্দায় তাকে না দেখা গেলেও কোলকাতার ছোটপর্দায় তাকে দেখা যাবে। জি বাংলায় দেখা যাবে তাকে অভিনয় করতে। তবে সেটা টিভি সিরিয়ালে নয়। একটি ছবিতে। জানা গেছে, জয়া আহসানের নতুন ছবি মুক্তি পাবে জি বাংলায়। ছবিটির নাম 'একটি বাঙালি ভূতের গপ্পো'। আগামী ১৭ মে রাত সাড়ে ৯টায় [বাংলাদেশ সময়] এটি প্রচার হবে।
গতকাল ফেসবুকে চ্যানেলটির পেজে ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। কিন্তু বিষয়টি নিয়ে বাংলাদেশী মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। সবার আলোচনার বিষয়, চলচ্চিত্র আবার ছোটপর্দায় মুক্তি পায় কিভাবে? তাহলে কি টেলিফিল্মকে চলচ্চিত্র বলে প্রচার করা হচ্ছে? আবার অনেকে বলছেন, দেশের ছোটপর্দাকে অবজ্ঞা করে কোলকাতার চ্যানেলে মুখ দেখিয়ে কি সুখ পাচ্ছেন জয়া? আলোচনা-সমালোচনা যাই থাকুক, জয়া নিজে এ ছবিটি নিয়ে খুশি। দেশের মিডিয়া তিনি মন্তব্য করেছেন, 'এটা পুরোপুরি রহস্যময় একটি গল্প। শুরু থেকে শেষ পর্যন্ত রহস্যে ঘেরা বলতে পারেন। দেখলেই সেটা বুঝতে পারবেন।' 'একটি বাঙালি ভূতের গপ্পো'র গল্প অনির্বাণ ও অমৃতা দম্পতিকে ঘিরে। তাদের সংসার অনেকদিনের। কিন্তু নামেমাত্র স্বামী-স্ত্রী তারা। একসময় রনির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে অমৃতার। ছবিতে জয়ার সহশিল্পী সৌরভ চক্রবর্তী ও জয়দীপ মুখার্জি। জয়া এর আগে কলকাতায় অরিন্দম শীলের 'আবর্ত' ছবিতে অভিনয় করেন।