সোশ্যাল মিডিয়ার যুগে খুব সহজে অনেকেই তারকা বনে গিয়েছেন। ফেসবুক আর টুইটার ছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজেদের কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি হরহামেশাই প্রকাশ করতে দেখা যায় অনেককেই। বলিউড থেকে টালিউড কেউ হয়ত এ ক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই। বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে পর্নো জগত থেকে বলিউডে আসা তারকা অভিনেত্রী সানি লিওন বলেছেন, তিনি আজ যে তারকা খ্যাতি পেয়েছেন তার পেছনে অন্যতম সহযোগী হলো সোশ্যাল মিডিয়া। অথচ সেই বলিউডেরই আরেক তারকা অভিনেত্রী রানী মুখার্জির নেই কোনো ফেসবুক কিংবা টুইটার অ্যাকাউন্ট।
সম্প্রতি এক বিবৃতিতে বাঙালি বংশোদ্ভূত বলিউডের তারকা অভিনেত্রী রানী মুখার্জির পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুক, টুইটার কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় রানীর কোনো অ্যাকাউন্ট নেই।
বিবৃতিতে বলা হয়, দৃঢ়তার সঙ্গে জানানো যাচ্ছে যে, রানী মুখার্জির ফেসবুকে, টুইটারে কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াই কোনো অ্যাকাউন্ট নেই অতীতেও ছিল না। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, তার নাম ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে তার সম্পর্কিত তথ্য পোস্ট করা হচ্ছে। আমরা এ ধরণের বিষয়কে উপেক্ষা করার জন্য অনুরোধ করছি।
'নো ওয়ান কিল্ড জেসিকা' তারকা রানীকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায় মারদানি সিনেমায় ২০১৪ সালে।