মুক্তির প্রথম দিনেই বক্স অফিস মাত করে দিয়েছে অক্ষয় কুমার ও শ্রুতি হাসান অভিনীত 'গাব্বার ইজ ব্যাক' মুভিটি। ১ মে ভারতের ৩২০০ সিনেমা হলে একসঙ্গে মুক্তি দেওয়া হয় মুভিটি। অন্য সব মুভিকে হটিয়ে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসের শীর্ষস্থানটি চলে আসে এর দখরে। সেইসঙ্গে বক্স অফিসের ইতিহাসে কিছু রেকর্ডও স্পর্শ করেছে।
চলতি বছর মুক্তিপ্রাপ্ত মুুভিগুলোর প্রথম দিনের সবচেয়ে বেশী আয় করা মুভির তালিকার শীর্ষস্থানটিও দখল করেছে 'গাব্বার ইজ ব্যাক'। পেছনে ফেলে দেয় চলতি বছর মুক্তি পাওয়া ব্লকবাস্টার মুভি রয়, 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭' এবং অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন'কে। তাছাড়া মুক্তির প্রথম দিনে রোজগারের দিক থেকে অক্ষয়ের বলিউড ক্যারিয়ারে ব্লকবাস্টার ৫টি মুভির মধ্যে জায়গা নিয়েছে মুভিটি। মুক্তির প্রথম দিনে 'গাব্বার ইজ ব্যাক' আয় করেছে ১১.৩৯ কোটি রুপি।
বিডি-প্রতিদিন/ ৩ মে ২০১৫/শরীফ