বলিউড অভিনেত্রী মণীষা কৈরালা অভিনীত একটি দ্বিভাষিক ছবি এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ‘গেম’ নামের ওই ছবির প্লট বা গল্প কংগ্রেস নেতা শশী তরুরের প্রয়াত স্ত্রী সুনন্দা পুষ্করের মর্মান্তিক মৃত্যু-রহস্যের ওপর ভিত্তি করে নির্মিত। আর তাতেই ক্ষুব্ধ কংগ্রেস।
খবরে জানা গেছে, কন্নড়-তামিল ভাষায় নির্মিত এই ছবিটির পরিচালক এএমআর রমেশের কাছে চিত্রনাট্য সম্পর্কে বিস্তর খোঁজ নিতে শুরু করেছেন বিভিন্ন কংগ্রেস নেতা। তবে রমেশ এই ছবির বিষয়ে কোন তথ্য দিতে রাজি নন। সুনন্দা-জীবনী প্রসঙ্গ নিয়ে তিনি কিছুই স্বীকার করেননি। যদিও সরাসরি অস্বীকারও করেননি আর এতে করে তিনি জল্পনাকে আরও উস্কে দিয়েছেন। কংগ্রেসের চিন্তার কারণ অবশ্য অন্য জায়গায়। তা হল, সত্য ঘটনা অবলম্বনে ছবি নির্মাণ করতে রমেশ সিদ্ধহস্ত। শুধু তাই নয়, অধিকাংশ ক্ষেত্রেই ছবিগুলো বিতর্কিত হয়। যেমন, অতীতে রাজীব গান্ধীর হত্যাকারীদের ওপর নির্মিত ছবি ‘সায়নাইড’ বা বীরাপ্পনের ওপর তৈরি ছবি ‘আত্তাহসা’ বিতর্কের জন্ম দিয়েছিল। কংগ্রেসের আশঙ্কা, সুনন্দাকে নিয়ে ‘বিতর্কিত’ ছবিটি মুক্তি পেলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।
সাবেক সুপারস্টার তথা কংগ্রেস নেত্রী খুশবু নাকি এই ছবির বিষয়বস্তু নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খোঁজখবর নেওয়া শুরু করেছেন। সংবাদমাধ্যমের কাছে এই কথা জানান রমেশ। এরপরই শুরু হয় শোরগোল। রমেশের বক্তব্যকে খণ্ডন করতে আসরে নেমে পড়ে কংগ্রেস। কর্নাটক দলের মুখপাত্র এম রামচন্দ্রপ্পা জানিয়েছেন, দলের পক্ষে কেউ এধরনের খোঁজখবর নেয়নি। তিনি উল্টে পুরো বিষয়টিকে রমেশের মস্তিষ্কপ্রসূত বলে দাবি করে জানান, পরিচালক ছবির ‘সস্তা প্রচার’ করার জন্য এধরনের খবর রটাচ্ছেন। তাঁর মতে, যদি এই ছবিতে সুনন্দাকে নিয়ে কোন কিছু থেকেও থাকে, তাহলে দল তা যথাযথভাবে মোকাবিলা করবে।
উল্লেখ্য, ছবিতে অভিনয় করেছেন দক্ষিণের অ্যাকশন স্টার অর্জুন, শ্যাম এবং মণীষা কৈরালা। রমেশ জানিয়েছেন, ছবিটি একটি মার্ডার হিস্ট্রি। যেখানে একজন ভিআইপি জড়িয়ে রয়েছেন। দক্ষিণের ফিল্ম চেম্বার্স অব কমার্সের নিয়মানুসারে কারও জীবনী নিয়ে কোন কাল্পনিক ছবি বানালে আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার থেকে অনুমতি নিতে হয়। তবে, রমেশ সেগুলোর ধার ধারেননি।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৫/ রোকেয়া।