খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির পরবর্তী মুভি 'বাজিরাও মাস্তানি'র 'লাভনী' ড্যান্স নিয়ে বলিউড অঙ্গন গত অনেকদিন ধরেই বেশ উত্তাল। কারণ 'লাভনী' ড্যান্সটির সঙ্গে বক্স অফিস হিট ক্লাসিক মুভি 'দেবদাস'র 'ডোলা রে' গানটির সাদৃশ্য রয়েছে। নতুন খবর হলো, ডান্সটির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন দীপিকা পাড়ুকোন।
'বাজিরাও মাস্তানি' মুভিতে দেখা যাবে দুই জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও দীপিকা পাডুকোনকে। সম্প্রতি 'লাভনী’ ড্যান্সের শুটিং শেষ হয়েছে। এই নাচের শুটিং করতে গিয়ে দীপিকা তার পায়ে ব্যথা পেয়েছেন। দীপিকা সম্প্রতি তার মুক্তি প্রতীক্ষিত 'পিকু' মুভির প্রচারে গিয়েছিলেন। তখন তার দুই পায়েই তিনটি করে ব্যান্ডেজ লাগানো ছিল। এ দেখে ধারণা করা হচ্ছে, রেমো ডি’সুজার নির্দেশনায় 'লাভনী'তে নাচতে বেগ বেগ পেতে হয়েছে দীপিকাকে।
'লাভনী'তে যে ধরনের নাচের দরকার তা প্রিয়াংকা ও দীপিকার কেউই আগে কখনোই করেননি। দেখা যাক, গানটি দর্শকদের কাছে কতটা জনপ্রিয়তা পায়।
বিডি-প্রতিদিন/ ৩ মে ২০১৫/শরীফ