বেশভুসা বদলে নতুনরূপে হজির হয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ গায়িকা কেটি পেরি। বদলে ফেলেছেন চুলের রঙ। চেহারায় এনেছেন আশির দশকের লুক।
৩০ বছর বয়সি এ গায়িকা প্লাটিনাম রঙের চুল এবং একই রঙের কিন্তু কিছুটা হালকা ভ্রু নিয়ে হাজির হয়েছেন এবার। জানা গেছে একটি ম্যাগাজিনের গ্রীষ্মকালীন ইস্যুর ফটোশুটের জন্য এ রূপ ধারণ করেছেন কেটি।
এদিকে নতুন রূপে কেটিকে দেখে অনেকে তার প্রশংসা করলেও সমালোচনাও করেছেন অনেক ভক্ত। তবে পাপারাজ্জিদের অনেকেই দাবি করেছে পরচুলা পরে ছবি তুলেছেন এ গায়িকা। আবার অনেকই বলছেন বিখ্যাত আমেরিকান গায়ক জেয়ার্ড লেটো’র 'প্লাটিনাম লুক' অনুকরণ করেছেন কেটি।
বিডি-প্রতিদিন/০৩ মে ২০১৫/ এস আহমেদ