দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরলেন ইলিয়াস কাঞ্চন। এবার বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর 'এপার ওপার' ছবিতে অভিনয় করছেন এই অভিনেতা। এতে তিনি প্রথমবারের মতো বাবার চরিত্রে অভিনয় করছেন। ছবির গল্প গড়ে উঠেছে দুই গ্রামের দুই তরুণ-তরুণীর মন দেওয়া-নেওয়াকে ঘিরে। যথারীতি এই প্রেমের মাঝখানে থাকবে দ্বন্দ্ব সংঘাত। বাপ্পি ও অাঁচল অভিনয় করছেন এতে। আর অাঁচলের বাবার ভূমিকায় দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে।
এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দার ক্যামেরার সামনে দাঁড়ালেন প্রখ্যাত এই অভিনেতা। পুবাইলে শুরু হয়েছে শুটিং। বছর দুয়েক আগে অভিনয় করেন তিনি 'বাংলার ফাটাকেস্ট' ছবিতে। মানসম্মত গল্পের অভাবে চলচ্চিত্র থেকে দূরে আছেন ইলিয়াস কাঞ্চন। শিগগিরই কাজ শুরু করবেন জাফর ফিরোজের 'ঘুুড়ি' ছবিতে। ১৯৭৭ সালে খ্যাতনামা চিত্র নির্মাতা সুভাষ দত্ত 'বসুন্ধরা' ছবির মাধ্যমে ঢাকা আর্ট কলেজের ছাত্র ইলিয়াস কাঞ্চনকে চলচ্চিত্রে নায়ক হিসেবে উপস্থাপন করেন। এতে তার বিপরীতে ছিলেন ববিতা। প্রথম ছবি থেকেই তুমুল জনপ্রিয়তায় নব্বই দশক পর্যন্ত নায়ক চরিত্রে অভিনয় করেন কাঞ্চন। এরপর ২০০০ সালের পর চরিত্রাভিনেতা হিসেবে অভিনয় শুরু তার। আশির দশক থেকে বেশ কটি চলচ্চিত্র প্রযোজনাও করেন তিনি। প্রযোজক হিসেবেও সাফল্য পান ইলিয়াস কাঞ্চন। চলচ্চিত্র ছাড়াও সমাজকল্যাণ মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। 'নিরাপদ সড়ক চাই' শিরোনামের একটি জাতীয় কল্যাণকর প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। আজ জাতিসংঘের 'রোড সেফটি ফর চিলড্রেন' কর্মসূচিতে অংশ নেবেন। আইডিয়াল, খিলগাঁও, কাকরাইল, উত্তরা ও ধানমন্ডি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে চলবে এই কার্যক্রম। এর স্লোগান হচ্ছে 'ভবিষ্যতের জন্য নিরাপদ সড়ক চাই'। ইলিয়াস কাঞ্চন বলেন, চলচ্চিত্রের পাশাপাশি সমাজকল্যাণেও কাজ করে যাব।