হাবিব ওয়াহিদের সঙ্গে প্লেব্যাক করে দারুণ জনপ্রিয় হয়েছেন ন্যান্সি। শুধু পুত্র নয়, পিতা ফেরদৌস ওয়াহিদের সঙ্গেও প্লেব্যাক করেন তিনি। সম্প্রতি 'অসহায় মা' শিরোনামে নতুন আরও একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তারা। 'কে আমার' শিরোনামের এই গানটির কথা ও সুর করেছেন এস আই শহিদ। আর সংগীত পরিচালনা করেছেন রেজোয়ান শেখ। ফেরদৌস ওয়াহিদ বলেন, 'ন্যান্সির কণ্ঠ ভালো লাগে। আগেও ওর সঙ্গে বেশকিছু দ্বৈত গানে কণ্ঠ দিয়েছি। এ ছাড়া রেজোয়ানও যত্ন নিয়ে কাজটি করেছে। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।'
অন্যদিকে ন্যান্সি বলেন, 'আজ আমি যে অবস্থানে এসেছি, তার পেছনে ফেরদৌস ওয়াহিদের অবদান অনেক। তার সঙ্গে দ্বৈত গানের অনুভূতি এক কথায় প্রকাশ করা সম্ভব নয়। গানটিও অনেক ভালো হয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। কারণ তাদের ভালো লাগার মতোই একটি গান হয়েছে।'