মাহফুজ আহমেদের পরিচিতি অভিনয় দিয়েই। কিন্তু মাঝে তিনি নির্মাণে ব্যস্ত হয়ে যাওয়ায় অভিনয়ে নিয়মিত ছিলেন না। কিন্তু আসছে ঈদে তাকে বিভিন্ন নাটকে অভিনেতা হিসেবে পাওয়া যাবে। এটা নিঃসন্দেহে মাহফুজ ভক্তদের জন্য সুখবর। আরও একটি সুখবর হচ্ছে দীর্ঘদিন পর মাহফুজ-তিশাকে জুটি হিসেবে দেখা যাবে। নঈম ইমতিয়াজ নেয়ামুল তাদের নিয়ে নাটক নির্মাণ করছেন। শুটিং শুরু হবে চলতি মাসের মাঝামাঝি সময়ে। নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি। নাটক প্রসঙ্গে নেয়ামুল বলেন, 'চেষ্টা করছি ঈদের আমেজ বজায় রেখে একটি সুন্দর নাটক নির্মাণের। মাহফুজ ভাই আর তিশা থাকবেন। আশা করি নাটকটি ঠিকঠাকভাবেই করতে পারব।'
মাহফুজ আহমেদ বর্তমানে অস্ট্রেলিয়া রয়েছেন। চলতি সপ্তাহেই তিনি দেশে ফিরবেন। দেশে ফিরে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও ব্যস্ত হবেন। আর তিশা বর্তমানে বেশি ব্যস্ত চলচ্চিত্র 'মেন্টাল'-এ অভিনয় নিয়ে। পাশাপাশি তিনি ঈদের নাটকেও অভিনয় করছেন।