যে কয়জন মডেলের হাত ধরে বাংলাদেশের মডেলিং ও র্যাম্প স্টেজ বিদেশের মাটিতে বিকশিত হয়েছে তাদের মধ্যে রুহি অন্যতম। বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি সিনেমাতেও ব্যস্ত হয়ে পড়েছেন এই তারকা। গত কয়েকমাস যাবৎ স্বামী পরিচালক মনসুর আলীর সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে থেকেও তিনি অংশ নিচ্ছেন বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল ও প্রদর্শনীতে। এছাড়া পরিকল্পনা করছেন আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের। এরই ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাজ্যে প্রচারের জন্য তৈরি একটি বিজ্ঞাপনের মডেল হলেন তিনি। এতে তার সঙ্গে দেখা যাবে যুক্তরাজ্য ও পাকিস্তানের দুই মডেলকে। স্মার্ট চেরি মোবাইলস নামে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপনটি তৈরি করেছেন রুহির স্বামী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা মনসুর আলী।
মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে রুহি বলেন, গত এপ্রিলে বিজ্ঞাপনটির কাজ শুরু হয়েছিল। বেশ কয়েকটি ভাষায় তৈরি হয়েছে এটি। কারণ যুক্তরাজ্যের ইংরেজি চ্যানেলগুলো ছাড়াও বিভিন্ন লোকাল চ্যানেলে দেখানো হবে বিজ্ঞাপনটি। ইতোমধ্যে কয়েকটি চ্যানেলে প্রচার হচ্ছে বিজ্ঞাপনটি। এখানে বসবাসরত বাংলাদেশ, ভারত, পাকিস্তানের নাগরিকদের কথাও মাথায় রাখা হয়েছে। তাই ইংরেজির পাশাপাশি এতে আমরা বাংলা ও উর্দু ভাষাও ব্যবহৃত হয়েছে।
জানা গেছে, এই বিজ্ঞাপনচিত্রে রুহির পাশাপাশি আরও দেখা যাবে পাকিস্তানি মডেল ফৌজিয়া ও আফগান বংশোদ্ভূত ব্রিটিশ মডেল হাম্মাসাকে। রুহি আরও বলেন, আগামী ৩০ জুন বাংলাদেশে ফিরবো। এসেই ব্যস্ত হয়ে পড়বো মনসুর আলীর নতুন একটি ছবির শ্যুটিংয়ে।
উল্লেখ্য, মনসুর আলীর 'সংগ্রাম' ছবি দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু রুহির। তা ছাড়া তাকে অনিমেষ আইচের 'জিরো ডিগ্রি' ও টালিউডের 'গ্ল্যামার' ছবিতেও অভিনয় করতে দেখা গেছে।
বিডি-প্রতিদিন/ ২৭ জুন, ২০১৫/ রশিদা