খুব অল্প সময়ের মধ্যে নিজের অভিনয়ের জায়গাটা ঠিক করে নিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরই মধ্যে ওপার বাংলার দুই নায়কের সঙ্গে অভিনয় করছেন তিনি। তারা হলেন চিত্রনায়ক সোহম চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্ত। এর মধ্যে সোহমের সঙ্গে তিনি 'আমার প্রেম তুমি' শীর্ষক ছবির শুটিং শুরু করেছেন। কিছুদিন আগে টানা ছয় দিন থাইল্যান্ডের পাতৌয়া ও ব্যাংককে এ ছবির শুটিং হয়েছে। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সজল আহমেদ, কলকাতার অভিজিত সোম ও সুব্রত হালদার। এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, 'কয়েক দিন আগে থাইল্যান্ডে এ ছবির শুটিং করেছি। সোহম খুবই মনোযোগ দিয়ে এতে অভিনয় করেছেন। সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। আগামী সেপ্টেম্বরে ছবির বাকি অংশের শুটিং হবে।' এদিকে আগামী আগস্টে ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে 'ক্রিটি' শিরোনামের একটি গোয়েন্দা ছবির শুটিং শুরু করবেন মিষ্টি। হেবেন মাল্টিমিডিয়া ও আর কে মুভিজের যৌথ প্রযোজনায় এ ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন সজল আহমেদ ও অভিজিত সোম। এরই মধ্যে এতে অভিনয়ের জন্য ইন্দ্রনীল ও মিষ্টি চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আগস্টের প্রথমদিকে ভারতে এ ছবির শুটিং শুরু হবে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হবে। এ প্রসঙ্গে সজল আহমেদ বলেন, 'ছবিটি চলি্লশ দশকের গল্প নিয়ে এগিয়ে যাবে। মূলত নিহাররঞ্জন গুপ্তের একটি উপন্যাস অবলম্বনে এর কাহিনী আবর্তিত হয়েছে। সময়ের প্রেক্ষাপটের কারণে এতে একটি আইটেম গানও রাখা হবে।'