দেশের জনপ্রিয় অনুষ্ঠান 'ইত্যাদি'র আগামী ঈদ পর্বের একটি গানে এক সঙ্গে আট তারকাশিল্পী অংশ নিয়েছেন। নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র প্রতিটি বিষয়েই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ, সমাজের অসংগতির বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ বিদ্রূপের কষাঘাত। সেটা কখনো কথায়, কখনো নাটিকায়, কখনো সুর-ছন্দে। শিল্পী নির্বাচন, কোরিওগ্রাফি ও পরিবেশনার বৈচিত্র্যে বিষয়গুলো হয়ে উঠে অনন্য। যার ধারাবাহিকতায় এবার রয়েছে সাম্প্রতিক সময়ে আলোচিত কিছু বিষয় নিয়ে একটি গান। গানটিতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন এবং ছোট ও বড় পর্দার জনপ্রিয় সাত অভিনেতা- অপূর্ব, আগুন, জয়, ইমন, নিরব, নাঈম ও কল্যাণ কুরাইশ। জনপ্রিয় এই গানটি 'সাত ভাই চম্পা...' সুরে করা হয়েছে। এতে সাত ভাই চম্পার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতারা এবং পারুল বোনের চরিত্রে অভিনয় করেছেন তারিন। অত্যন্ত আন্তরিকতা ও উৎসবমুখর পরিবেশে শিল্পীরা গানটিতে অংশগ্রহণ করেছেন। নন্দিত নির্মাতা হানিফ সংকেতের ব্যতিক্রমী চিত্রায়নে দর্শকদের প্রিয় এসব তারকাকে ঈদের 'ইত্যাদি'তে ভিন্নরূপে দেখা যাবে। ঈদের সময় শত শত অনুষ্ঠানের ভিড়ে দর্শকরা তাদের প্রিয় তারকাদের এই গানের মাধ্যমে একসঙ্গে দেখতে পাবেন। এর ব্যতিক্রমী পরিবেশনা দর্শকদের আনন্দ দেবে। ফাগুন অডিও ভিশন জানায়, দর্শকরা নাটক বা গানের চিত্রায়নে এসব তারকাকে সচরাচর যেভাবে দেখেন সেভাবে নয়, 'ইত্যাদি'র এই গানের মাধ্যমে তাদের দেখবেন ভিন্নরূপে-ভিন্নভাবে যা দর্শকদের বাড়তি আনন্দ দেবে। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ 'ইত্যাদি' প্রচারিত হবে। 'ইত্যাদি' রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। প্রচারিত হবে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।