বাংলাদেশের বিপক্ষে ২-১ এ সিরিজ হেরে ইতিমধ্যে ভারতে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট টিম। তবে সিরিজ হারার বেদনায় প্রেমিকার জন্য বাংলাদেশ থেকে উপহার নিতে ভুলে যাননি বিরাট কোহলি। তাই তো ঢাকা ত্যাগের আগ মুহূর্তে আনুষ্কার জন্য জামদানি শাড়ি কিনে নিয়েছেন এই ক্রিকেটার। বাংলাদেশের বিপক্ষে সিরিজে খুব একটা ভালো করতে পারেননি বিরাট। তাই বলে প্রেমিকার আবদার ভুলে যাবেন- এমন পুরুষ নন তিনি। তাই বাংলাদেশ থেকে দেশে ফেরার পথে প্রেমিকা আনুষ্কার জন্য জামদানি শাড়ি কিনে ব্যাগে ভরেছেন। ঢাকার সোনারগাঁও হোটেলে অবস্থানকালেই মোট সাতটি জামদানি শাড়ি কেনেন বিরাট কোহলি। তার দেখাদেখি অন্য ক্রিকেটাররাও প্রিয়জনদের জন্য জামদানি শাড়ি নিয়েছেন।
বিচ্ছেদের পথে ব্র্যাঞ্জেলিনা
শোবিজ ডেস্ক
বিশ্বের সব থেকে 'হট কাপল' হিসেবে যদি কোনো জুটির কথা বলা হয়, তবে ১০০ মধ্যে ৯৫ জনই এদের কথা বলবেন ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির কথা। কিন্তু এবার খবর হচ্ছে, তারা নাকি বিচ্ছেদের পথে হাঁটছে। এটাই এখন হলিউডে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। ইন টাচ্ উইকলির পরবর্তী সংখ্যা যা জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে, তাতে এ নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পত্রিকা সূত্রে জানা যাচ্ছে, অ্যাঞ্জেলিনার পরবর্তী ছবি 'বাই দ্য সি'-এর সেটেই নাকি এ নিয়ে দুজনের মধ্যে প্রকাশ্যেই কথা হয়। তারা দুজনেই এ ব্যাপারে মানসিক প্রস্তুতিও নাকি নিয়েছেন। এ বছরের শেষেই নাকি তারা ঘোষণাও করতে চলেছেন বিচ্ছেদের কথা।