দুই বছর বিরতির পর বাজারে আসছে শিল্পী ইভা রহমানের নতুন একক অ্যালবাম 'মনের শহর'। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে আসবে অ্যালবামটি। এটি শিল্পীর ২৪তম একক অ্যালবাম। শ্রোতাদের জন্য এবারের অ্যালবামে স্থান পেয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। গানের কথা লিখেছেন কবির বকুল, এইচএম ইসমাইল, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকীন প্রমুখ গীতিকার। প্রেম, ভালোবাসা, ভালোলাগা এবং বিরহকে তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো মন প্রজাপ্রতি, মিষ্টি যন্ত্রণা, এক পলকে একটু দেখা, বুকের ভেতর একটা মানুষ এবং মনের শহর। এটিএন বাংলার ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্রচারিত হবে শিল্পীর ২৪তম একক অ্যালবামের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান 'মনের শহর'। শিল্পী ইভা রহমানের প্রতিটি অ্যালবামের মাধ্যমেই দেশ-বিদেশের মনোরম স্থানগুলোকে তুলে ধরা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।