এবার নাটকের মঞ্চে ফিরছে হ্যারি পটার। ২০১৬ তে লন্ডনের মঞ্চে একদম টাটকা গল্প নিয়ে হাজির হচ্ছে জেকে রাউলিংয়ের উইজার্ড-কিড।
নতুন নাটক লেখার কাজও প্রায় সেরে ফেলেছেন রাউলিং। নাম হ্যারি পটার অ্যান্ড দ্যা কার্সড চাইল্ড। আগামী বছর লন্ডনের ওয়েস্ট এন্ডে প্যালেস থিয়েটারে মঞ্চস্থ হবে এই নাটক।
পটার সিরিজের প্রথম বই ফিলজফার্স স্টোনের প্রকাশের আঠেরো বছর পূর্তি উপলক্ষে টুইটে জানিয়েছেন রাউলিং। তবে এই নাটককে প্রিকোয়েল বা সিরিজের সূচনা বলতে নারাজ লেখক।
জাদুস্কুলে যাওয়ার আগে অনাথ আর নিঃসহায় হ্যারি পটারের কথাই থাকবে নতুন গল্পে। থাকবে হ্যারির বাবা-মায়ের অজানা কথাও, জানিয়েছেন রাউলিং।
বিডি-প্রতিদিন/ ২৮ জুন ২০১৫/নাবিল