হলিউডের অন্যতম সফল তারকা দম্পতি হিসেবে উল্লেখ করা হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি তা আর বলার অপেক্ষা রাখে না। ভক্তদের কাছে তারা ব্র্যাঞ্জেলিনা নামেই পরিচিত। কিন্তু পিট-জোলির দাম্পত্যজীবন ভালো যাচ্ছে না বলে ইদানিং বেশ জোরোশোরেই শোনা যাচ্ছে। এমনকি তাদের বিচ্ছেদও ঘটতে যাাচ্ছে! চলতি বছরের শেষ নাগাদ তারা বিচ্ছেদের ঘোষণা দিবেন বলে মনে করা হচ্ছে।
দীর্ঘ নয় বছর একসঙ্গে থাকার পর গত বছরের ২৩ আগস্ট বিয়ে করেন পিট-জোলি। আর মাসখানেক পরই তাদের বিয়ের এক বছর পূর্তি হওয়ার কথা। কিন্তু ইন টাচ পত্রিকার ৬ জুলাই সংখ্যার প্রচ্ছদকাহিনি লেখা হয়েছে পিট-জোলির দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে। এর সূত্র ধরে সম্প্রতি এক খবরে হলিউডলাইফ ডটকম জানিয়েছে, পিট-জোলি বিচ্ছেদের পথে হাঁটতে যাচ্ছেন।
গত বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, পিট-জোলির দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না। এর পেছনের অন্যতম কারণ হিসেবে দায়ী করা হয়েছে পিটের মাত্রাতিরিক্ত অ্যালকোহল আসক্তিকে। তবে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্পর্কের শুরু থেকেই পিটকে নিয়ন্ত্রণ করে আসছেন জোলি। বিষয়টি পছন্দও করতেন পিট। কিন্তু ইদানিং তা আর সহ্য করতে পারছেন না। পিটই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জোলিকে নিয়ে একটুও সুখে নেই। এ জন্য সম্পর্কের বেড়াজাল থেকে মুক্ত হতে চান। বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করতে আইনজীবীর কাছে যাওয়ার কথাও ভাবছেন তিনি।
উল্লেখ্য, ২০০৫ সালে মুক্তি পাওয়া 'মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ' মুভিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে পিট-জোলির সখ্যের শুরু। এরপর প্রেমের সম্পর্কে জড়ালেও বড় পর্দায় জুটি হিসেবে আর দেখা যায়নি তাদের। ১০ বছর বিরতির পর আবার জুটি বেঁধেছেন তারা। জোলির রচনা ও পরিচালনায় 'বাই দ্য সি' মুভিতে একসঙ্গে দেখা যাবে পিট-জোলিকে। এটি যৌথভাবে প্রযোজনাও করেছেন তারা। মুক্তি পাবে চলতি বছরের ১৩ নভেম্বর।
বিডি-প্রতিদিন/২৮ জুন ২০১৫/শরীফ