শ্রুতির কথা নিশ্চয়ই ভুলে যাননি অনেকেই। সেই শ্রুতি যে জনপ্রিয় টিভি সিরিয়াল 'কাহানি ঘর ঘর কি'-তে সাক্ষী তানওয়ার ওরফে পার্বতীর আদর্শ মেয়ের ভূমিকায় অভিনয় করে সবার নজর কেড়েছিল। তখনকার সেই শিশু শিল্পী শ্রুতি অর্থাৎ প্রীতি গুপ্তাকে নিয়ে আলোচনায় মুখর এখন মিডিয়াপাড়া। কারণ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে প্রীতি গুপ্তার নগ্ন ছবির ভিডিও ক্লিপ।
সম্প্রতি সমকামী সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত 'আনফ্রিডম' ছবির কাজে ব্যস্ত ছিলেন প্রীতি। এই ছবির কিছু অন্তরঙ্গ মূহূর্তের ছবি, কিছু নগ্ন ছবি এবং ভিডিও ক্লিপিংস ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। আর তা বেশ কিছুদিন ধরেই ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে। এই ফাঁস হওয়া ছবিগুলির মধ্যে প্রীতির নগ্ন দৃশ্যের পাশাপাশি সমকামী চুম্বনের দৃশ্যও রয়েছে।
ফইজ আহমেদ ফইজের কবিতা 'ইয়ে দাঘ দাঘ উজালা'র আদলে নির্মিত 'আনফ্রিডম' ছবির পরিচালনা করেছেন ফ্লোরিডার চিত্রনির্মাতা রাজ অমিত কুমার। এই ছবিতে আরও অভিনয় করেছেন আদিল হুসেন এবং ভিক্টর বিশ্বাস। প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু ও দৃশ্যের জন্য ছবিটিকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ জুন, ২০১৫/ রশিদা