রবীন্দ্রনাথের ছোটগল্প শেষ হইয়াও হইলো না শেষ অথবা ভারতীয় হিন্দি সিরিয়ালের মতো দীর্ঘায়িত হয়েছে 'পুড়ে যায় মন' ছবিটির শ্যুটিং পর্ব। গত বছরের ১৫ এপ্রিল রাজধানীর উত্তরায় শুরু হয় অপূর্ব-রানা পরিচালিত এই ছবিটির শ্যুটিং। এরপর সাভার ও এফডিসিসহ বেশ কয়েকটি স্থানে দৃশ্যধারণ হয়।
ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সাইমন ও পরীমণি। মাঝে বেশ কয়েকটি ছবির শ্যুটিং সম্পন্ন করেছেন তারা। অথচ বিভিন্ন কারণে শেষ হয়নি 'পুড়ে যায় মন' ছবির কাজ। 'চূড়ান্ত প্যাকআপ' শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবিটির কলাকুশলীরা। কেউ কেউ কটাক্ষ করে বলছেন, পরী-সাইমনের মন পুড়তে পুড়তে এখন কয়লা হয়ে গেছে।
সম্প্রতি আবারও শুরু হয়েছে 'পুড়ে যায় মন' ছবির শ্যুটিং। এরই মাঝে বাধ সেধেছে আবহাওয়া। আরও কিছু আউটডোর শ্যুটিং বাকি রয়েছে। কিন্তু বৃষ্টি ও আবহাওয়ার বেখেয়ালিপনার কারণে আজ বন্ধ রয়েছে ইউনিটের কাজকর্ম। জানা গেছে, আর তিন থেকে চারদিন লাগবে ছবিটির বাকি কাজ সম্পন্ন করতে। এরপরই হয়তো উচ্চারিত হবে চূড়ান্ত প্যাকআপ।
বিডি-প্রতিদিন/ ২৮ জুন, ২০১৫/ রশিদা