'মুক্তির অপেক্ষায় দুটি ছবি, কাজ চলছে আরও দুইটির আর সেপ্টেম্বরে মাল্টায় শুরু হবে ওপার বাংলার একটি ও যৌথ প্রযোজনার আরেকটি ছবির কাজ।' এভাবেই নিজের ব্যস্ততা তুলে ধরলেন হালের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী ববি। শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে ত্রিভুজ প্রেমের ছবি 'রাজাবাবু'তে অভিনয় করছেন তিনি। বদিউল আলম খোকনের পরিচালনায় ছবিটি বড় পর্দায় উঠতে পারে কোরবানির ঈদে। সেই লক্ষ্যে টানা শুটিং চলছে।
'রাজাবাবু' সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে ববি বলেন, বদিউল আলম স্যারের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে হিরো : দ্য সুপার স্টার-এ কাজ করেছিলাম। তার সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। ছবির প্রাথমিক অবস্থা থেকেই আমি যুক্ত। যখন পরিচালক গল্প নিয়ে কাজ করছিলেন তখন থেকেই বিষয়টা জানতাম। কাহিনী ও গল্পে ব্যতিক্রম রয়েছে বলে ছবিটি দর্শক হৃদয়ে জায়গা করে নেবে।
অন্যদিকে ওপার বাংলার ছবিতে ববি ব্যস্ত হয়ে উঠবেন আগামী সেপ্টেম্বর থেকে। বিক্রম চোপড়ার পরিচালনায় 'রংবেরং' ছবিতে দেখা যাবে তাকে। এ ছাড়া ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় আরও একটি ছবিতে অভিনয় করবেন। যেখানে পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। শোনা যাচ্ছে, তার বিপরীতে আবির চ্যাটার্জিকে দেখা যেতে পারে। এ লক্ষ্যে সেপ্টেম্বরের মাঝামাঝি ভূ-মধ্যসাগরের ছোট্ট দেশ মাল্টায় পাড়ি জমাবেন ববি। দুটি ছবিরই শুটিং হবে সেখানে। সব মিলিয়ে ব্যস্ততার মায়াজালে আটকা পড়তে যাচ্ছেন ববি। অন্যদিকে নিজের হোম প্রোডাকশনের ছবি 'রক্ষা' সম্পর্কে জানতে চাইলে ববি বলেন, প্রাথমিক কাজকর্ম সেরে ফেলেছি। 'রাজাবাবু'র পর 'পিকনিক' ছবি নিয়ে ব্যস্ত হয়ে উঠব। এরপর 'রক্ষা' নিয়ে মাঠে নামব।