ঈদকে সামনে রেখে দর্শকপ্রিয় নাট্যদম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত আসছেন চ্যানেল আইয়ের একটি নাটকে। নাটকের নাম 'সোনালী ডানার চিল'। এটি রচনা ও পরিচালনায় করছেন আবুল হায়াত। এক বছর পর আবুল হায়াতের নির্দেশনায় এই তারকা দম্পতি নাটকে অভিনয় করছেন। গত শনিবার টানা বৃষ্টিকে উপেক্ষা করেই রাজধানীর অদূরে পূবাইলের 'বিল বিলাইয়্যা' শুটিং হাউসে নাটকটির শুটিং শুরু হয়। নীরা স্বপ্ন দেখত বিবাহিত জীবন মানেই দুজন দুজনার। কিন্তু বিয়ের পর সজলকে ঘিরেই নীরার সেই স্বপ্ন ব্যর্থতায় পরিণত হয়। এ কারণে সব সময়ই নীরার মাঝে মানসিক চাপ সৃষ্টি হয়। এ নিয়ে নাটকের গল্প, জানালেন আবুল হায়াত। বিপাশা হায়াত বলেন, 'যখন নাটক কিংবা টেলিফিল্মে বাবার নির্দেশনায় কাজ করতে আসি তখন পরিচালক বাবা কিংবা লেখক বাবার সঙ্গে প্রয়োজনে হয়তো তর্কাতর্কিও হয়। আবার আমাকে যখন বকা দেওয়ার প্রয়োজন মনে করেন বাবা, তখন আন্তরিকভাবে নয় বরং কঠিনভাবেই বকা দেন। যখন সহকর্মী হিসেবে আমি আমার স্বামীর সঙ্গে কাজ করি তখন আসলে সহকর্মী হিসেবে একে অন্যকে সম্মান দিয়ে কাজটি করি। যাতে কাজটি অনেক ভালো হয়।' আবুল হায়াত নির্দেশিত প্রথম নাটক 'হারজিৎ'-এ তৌকীর-বিপাশা অভিনয় করেছিলেন। এরপর তারা দুজন একই পরিচালকের নির্দেশনায় 'বেলী', 'প্রত্যাশা', 'দোলা' ইত্যাদি।