তারা 'অ্যালোন' ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু তারা আর 'অ্যালোন' নয়। বিপাশা বসু ও করণ সিং গ্রোভার- বলিউডের এই লাভ বার্ডকে এখন চেনেন সবাই। সম্প্রতি তারা বলিপাড়া মাত করেছেন হট ফটোশুটে। ফটোশেয়ারিং সাইটে বিপাশা নিজের যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে শুয়ে আছেন বিপাশা। আর তার ওপর পেশিবহুল পুরুষ যাকে দেখা যাচ্ছে তিনি করণ সিং। ডিজাইনার রকি বিপাশার কাছের বন্ধু। বন্ধুর ডাকে সাড়া দিয়েই একটি বিশেষ ব্র্যান্ডের জন্য করণকে নিয়ে এই হট ফটোশুট করেছেন বাঙালি সুন্দরী। তবে বিজ্ঞাপনের ফটোশুট ছাপিয়েও লাইমলাইটে বিপাশা-করণ কেমিস্ট্রি। জনের সঙ্গে বিচ্ছেদের পর অ্যালোনই ছিলেন বিপাশা। জন অবশ্য এতদিনে বিয়ে-শাদি করে ফেলেছেন। কিন্তু 'অ্যালোন' ছবি করতে গিয়েই আবার নিজের সঙ্গীকে খুঁজে পেয়েছেন বিপাশা। ছবি বঙ্ অফিসে সাফল্য পাক বা না পাক, পরিচালকের বেছে নেওয়া জুটি কিন্তু বলিপাড়ায় সুপারহিট।