'আমার সকল সুখে বুবু' শিরোনামের গানটি অনেক দিন আগে বিটিভিতে প্রচার হয়েছিল। আর এ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সংগীতশিল্পী দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। ঠিক একই গানটি একটু নতুন করে একটি মিক্স অ্যালবামে পাওয়া যাবে। অ্যালবামের নাম 'আমি ছুঁয়ে দিলেই!' জানা গেছে, এতে ফাহমিদার প্রথম অ্যালবামের তিনটি গান নতুন করে সংগীতায়োজনে রাখা হয়েছে। এগুলো হলো, 'চোখ বুজলে তুই', 'সখী কি করে বলি' আর 'দেখো আলো করা জোছনা'। গীতিকবি আসিফ ইকবালের কথায় তৈরি এ অ্যালবামে আরও কণ্ঠ দিয়েছেন শাকিলা জাফর, কনকচাঁপা ও ন্যান্সি। অ্যালবামটির সব গানের সুর করেছেন নকীব খান। এতে মইনুল ইসলাম খানের সুর করা দুটি বোনাস গেয়েছেন কনকচাঁপা। অ্যালবামটির আয়োজক ও গীতিকার আসিফ ইকবাল বলেন, আমার গান লেখার পুরো সময়কে ধারণ করেছে এই অ্যালবামে। এতে দুই বোন একটি গানে কণ্ঠ দিয়েছেন। আর প্রথমবারের মতো আমার গান গেয়েছেন ন্যান্সি। স্বপ্ন ছিল নকিব খানের সঙ্গে পুরো একটা অ্যালবাম করব। স্বপ্নটা পূরণ হতে চলেছে। এর আনন্দ অন্যরকম। এতে নকীব খানের সুরে আমার লেখা সাতটি গান থাকছে।