একবার নয়, দুইবার নয় টানা তৃতীয়বারের মতো যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন কারিনা কাপুর খান। গ্ল্যামার দুনিয়া থেকে হঠাৎ দূরে সরে যাওয়া এই নায়িকা সম্প্রতি সালমান খানের সঙ্গে 'বজরঙ্গী ভাইজান' ছবিতে অভিনয় করে আবারও আলোচনায় আসেন। আর সেই আলোচনাকে আলোকিত করতে রাজকুমার গুপ্তর সঙ্গে নতুন একটি ছবি করতে চলেছেন। যেখানে তার চরিত্রটি হবে একজন সিজোফ্রেনিয়ায় আক্রান্ত যৌনকর্মীর। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মাণাধীন ছবিটি সাইকো থ্রিলার ঘরানার। এ কারণেই ছবির নায়িকা কারিনাকে একজন অপ্রকৃতস্থ যৌনকর্মী হিসেবে হাজির করবেন পরিচালক। তবে মজার বিষয় হলো এ নিয়ে টানা তৃতীয়বারের মতো যৌনকর্মীর ভূমিকায় দেখা মিলবে কারিনার। উল্লেখ্য, 'চামেলি' ও 'তালাশ' শিরোনামের দুটি ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন কারিনা। তাই ক্যারিয়ার গ্রাফটাকে উঁচুতে নিতে আবারও এমন চরিত্র বেছে নিয়েছেন বলিউডের এই ললনা।