প্লে-ব্যাক ও স্টেজশো নিয়ে ব্যস্ত থাকার পর এবার নিজের মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন ডলি সায়ন্তনী। সাত বছর পর অডিও অঙ্গনে ফিরছেন তিনি। সম্প্রতি কলকাতার প্রীতমের লেখা, সুর ও সংগীতে তিনি একটি নতুন গান করেছেন। এটি শিগগিরই মিউজিক ভিডিওসহ অ্যালবাম আকারে বাজারে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছেন ডলি। 'বলতে চেয়েও হয়নি বলা' শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে কলকাতার ওম স্টুডিওতে। ডলি সায়ন্তনী বলেন, শিল্পী আসিফ আকবর ভাইয়ের মাধ্যমে প্রীতমের সঙ্গে পরিচয়। এ জন্য আসিফ ভাইকে ধন্যবাদ জানাতে চাই।