ঈদে আবারও পর্দায় হাজির হবেন চুলবুল পান্ডে। তবে অপেক্ষা করতে হবে। মেওয়া সবুরেই ফলে। এ ক্ষেত্রে অপেক্ষা করতে হবে মাত্র দুবছর। কেননা ২০১৭ সালের ঈদেই দাবাং সিরিজের তৃতীয় সিক্যুয়েল নিয়ে বড় পর্দায় হাজির হবেন সালমান খান। তবে নায়িকা সোনাক্ষী সিনহাই থাকছেন কি না তা নিয়ে মুখ খুলছেন না কেউই।
সালমান খানের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে আজ অন্যতম নওয়াজ উদ্দিন সিদ্দিকি।