'খুব ডুব' অ্যালবামটির কেমন সাড়া পেলেন?
খুবই ভালো। আমি এবার একটু ভিন্ন পথে অ্যালবাম প্রকাশ করার চেষ্টা করেছি। তবে একটু কষ্ট হয়েছে, কিন্তু আনন্দও পেয়েছি অনেক। আমার গানের অ্যালবামটি এবার আমি ফেরি করি বেড়িয়েছি। এতে যারা আমার গানের ভক্ত তাদের কাছে পেয়েছি। তাদের চিনেছি। এ ছাড়া আমার নিজ হাতে অাঁকা ছবিও শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। শ্রোতারা বিষয়টি উপভোগ করছেন।
কলকাতার সফর কেমন ছিল?
হ্যাঁ ভালো। 'ভালো থেকো নেপাল' শিরোনামের একটি কনসার্টে গান পরিবেশন করলাম। এতে কলকাতার কয়েকটি প্রখ্যাত গানের দলও অংশ নিয়েছিল। কলকাতার বাংলা নাটক নামের একটি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। যেহেতু এটি একটি মানবিক ব্যাপার, তাই আমরা রাজি হয়েছি। এ ধরনের আরও দুটি শো গোয়া ও দিলি্ল হওয়ার কথা আছে। এ ছাড়া দিলি্লতে আমার একটি গানের রেকর্ডিং করে এলাম। দুই বাংলার লোকগানের ধারা নিয়ে এই গানটি তৈরি হয়েছে।
ভারতেও কি আপনার অ্যালবাম নিয়ে গিয়েছিলেন?
কলকাতায় আমার কিছু পরিচিতজন ও বন্ধু আছে তাদের জন্য কিছু অ্যালবাম নিয়ে গিয়েছিলাম। আমি নিজ হাতে অ্যালবামটি তুলে দেই। সব মিলিয়ে প্রায় ২০০ কপি অ্যালবাম নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে।
একটি চলচ্চিত্র নির্মাণের কথা ছিল। ওটার কি খবর?
আমি ভিজ্যুয়াল আর্ট নিয়ে পড়ালেখা করেছি। সে বিষয়ে অভিজ্ঞতা নিতেই আপাতত একটা ছবি বানাতে চাই। আরও কিছু কাজ বাকি আছে। গল্প লেখার কাজ চলছে। এ ছাড়া নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে চার সপ্তাহের একটি কোর্স করার কথা ভাবছি। আসছে জুলাইয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হচ্ছে না। পরের সেশনে ভর্তি হব। ওখান থেকে ফিরেই কাজ শুরু করব ভাবছি।
চলচ্চিত্র নির্মাণে নিয়মিত হবেন?
তেমন কোনো ইচ্ছে নেই। আমার মূল পেশা হবে শিক্ষকতা। পাশাপাশি গান। শিক্ষকতা আর ভালো কিছু গান গেয়ে সারাটা জীবন পার করে দিতে চায়।
শোবিজ প্রতিবেদক