সড়ক দুর্ঘটনায় পড়েছেন অভিনয়শিল্পী নোভা ও নাট্যনির্মাতা রায়হান দম্পতি। এতে নোভা রক্ষা পেলেও রায়হান গুরুতর আহত হয়েছেন। মারা গেছেন গাড়ির চালক।
জানা গেছে, সোমবার সকালে কুমিল্লা বিশ্বরোডে দুর্ঘটনা পড়ে তাদের গাড়িটি। এর পরপরই ফেসবুকের এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান নোভা।
তিনি বলেন, 'আল্লাহর অশেষ রহমতে আমরা আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। প্রত্যাশা দিদি আর রায়হান অনেক আহত। দিদির দু'টো পা ভেঙে গেছে। গাড়ির চালক মারা গেছে। দোয়া করবেন, যেন আমরা ঢাকায় পৌঁছাতে পারি।'
জানা গেছে, চিকিৎসার জন্য কুমিল্লা থেকে তারা স্কয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন। এদিকে, দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়লে টিভি নাটকের অনেক শিল্পী তাদের জন্য সমবেদনা ও প্রার্থনার কথা জানিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন।
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৫/ এস আহমেদ