কাছের ও প্রিয় মানুষদের উপহার দেওয়ার বাতিক আছে বলিউডের অভিনেতা সালমান খানের। এবার খান সাহেবের কাছের ও প্রিয় মানুষের তালিকায় যুক্ত হয়েছে কারিনা কাপুর খানের নাম। সম্প্রতি কারিনাকে নিজের অাঁকা একটি চিত্রকর্ম উপহার দিয়েছেন সালমান। 'বজরঙ্গি ভাইজান' ছবিতে জুটি বেঁধেছেন সালমান-কারিনা। মুক্তি পাচ্ছে এবারের ঈদে। কিছুদিন আগে 'বজরঙ্গি ভাইজান' শিরোনামে একটি ছবি এঁকে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন সালমান। ছবিটিতে তিনি নারী-পুরুষের বিমূর্ত অবয়ব এঁকেছেন। ছবিটি সাদাকালো হলেও নারী অবয়বের কপালে উজ্জ্বল লাল রঙের টিপ পরিয়ে দিয়েছেন খান সাহেব। পুরো ছবিতে লাল রঙের টিপটিতেই কেবল উজ্জ্বল রং ব্যবহার করেছেন সালমান। সালমানের অাঁকা ছবিটি দেখে দারুণ পছন্দ করেন কারিনা। ছবির প্রশংসা করে সালমানকে কারিনা বলেন, 'আপনার ছবিটি চমৎকার।' কারিনার মুখে প্রশংসাবাক্য শোনার সঙ্গে সঙ্গেই ছবিটি তাকে উপহার দেন সালমান। বলেন, 'এটি আপনার'।