প্রায় ১৫ বছর পর বাজারে আসছে কণ্ঠশিল্পী পলাশ ও রিজিয়ার দ্বৈত অ্যালবাম। আসছে ঈদে 'বলবো তোকে ভালোবাসি' শিরোনামের এই অ্যালবামে মোট আটটি গান থাকছে। গানগুলোর কথা লিখেছেন ও সুর করেছেন শামীম মাহমুদ। সংগীত সোহেল আজিজ। গানগুলো হলো বাউন্ডুলে হবো, বলবো তোকে ভালোবাসি, প্রেমের ইস্টিশন, মন শহরে ইত্যাদি। সবগুলো গানই দ্বৈত কণ্ঠে গাওয়া। রমজানের মাঝামাঝিতে অ্যালবামটি বাজারে আসবে বলে জানা গেছে। পলাশ জানান, দীর্ঘদিন পরে দ্বৈত অ্যালবামে কাজ করছি। অবশ্যই ভালো লাগছে। রিজিয়া জানান, পলাশের সঙ্গে অনেক কাজ করা হতো। ১৫ বছর পর আবার ওর সঙ্গে অ্যালবাম করে খুশি আমি।