এবার লড়াইয়ে নামতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। তবে বাস্তবে নয়, নতুন একটি ছবিতে তাকে অন্যরকম যোদ্ধারূপেই দেখা যাবে। এরই মধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে। নির্মাতা উমঙ্গ কুমার প্রিয়াংকা চোপড়াকে নিয়ে নির্মাণ করেছিলেন 'মেরিকম' ছবিটি। সেখানে একজন বক্সারের ভূমিকায় দেখা গেছে প্রিয়াংকাকে। 'মেরি কম'র পর এবার সর্বজিত সিংয়ের বায়োপিকে হাত দিলেন উমঙ্গ কুমার। ছবিতে সর্বজিতের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রণদীপ হুদা। রাজনৈতিক বন্দী সর্বজিত সিংয়ের মুক্তিকে কেন্দ্র তার বোনের লড়াইয়ের কাহিনী নিয়ে নির্মাণ হচ্ছে এ ছবি। এখানে সর্বজিতের বোন দলবীর সিংয়ের ভূমিকায় অভিনয় করছেন ঐশ্বর্য রাই বচ্চন।
উমঙ্গ কুমার নিজের ট্যুইারে লিখেছেন, ঐশ্বর্য ও রণদীপ হুদাকে নিয়ে আমার আগামী ছবি 'সর্বজিত' শিগগিরই আসছে।
১৯৯১ সালে সন্ত্রাস ও চরবৃত্তির অভিযোগে সর্বজিতকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় পাকিস্তান সরকার। ২০০৮ সাল পর্যন্ত তার মৃত্যুদণ্ড স্থগিত রেখেছিল পাকিস্তান। কিন্তু ২০১৩ সালে বন্দী অবস্থায় কারাগারেই এক হামলায় মৃত্যু হয় সর্বজিতের। এই দীর্ঘ সময় লাহোর কারাগার থেকে সর্বজিতের মুক্তির জন্য লড়াই চালিয়ে ছিলেন দলবীর। আর এ দলবীরের ভূমিকায় এবার অভিনয় করছেন ঐশ্বর্য। সন্দীপ সিং, জিশান কাদরি ও উমঙ্গ কুমার প্রযোজিত ছবির শুটিং শুরু হবে চলতি বছরের অক্টোবর মাসে। আগামী বছর মে মাসে মুক্তি পাবে 'সর্বজিত' ছবিটি। এদিকে ঐশ্বর্য এমন একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে খুশি।