চলে গেলেন কৌতুকাভিনেতা মো. রাশেদ রানা পাপ্পু। গতকাল ভোরে সেহরি খাওয়ার পরপরই তিনি রাজধানীর লালবাগে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী নিপা ও এক সন্তান আবিরকে রেখে গেছেন। গতকাল বাদ জোহর নামাজে জানাজার পর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাপ্পুর মামা জাভেদ। তিনি জানান প্রায় তিন-চার মাস আগে হার্টের সমস্যাজনিত কারণে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন পাপ্পু। চলতি সময়ে এসে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত শো করতে পারতেন না। তবে জীবিকা নির্বাহের জন্য চেষ্টা করতেন শো করতে।
পাপ্পু ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি' ও 'শুভেচ্ছা'র শিল্পী ছিলেন।