নাট্যনির্মাতা ও চিত্রগ্রাহক রায়হান খান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে কুমিল্লা বিশ্বরোডে তাদের গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িতে রায়হানের স্ত্রী টিভি অভিনেত্রী নোভাও ছিলেন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। কিন্তু গাড়ি চালক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই গাড়ি চালক মারা গেছেন বলে ফেসবুক স্ট্যাটাসে জানান নোভা। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। নোভা লিখেছেন, 'আল্লাহর অশেষ রহমতে আমরা আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। প্রত্যাশা দিদি আর রায়হান অনেক আহত। দিদির দুটো পা ভেঙে গেছে। গাড়ির চালক মারা গেছে। দোয়া করবেন যেন আমরা ঢাকায় পৌঁছতে পারি।'
রায়হান খান ও নোভা দম্পতির এ ঘটনার খবর অল্প সময়ে ছড়িয়ে পড়ে টিভি নাটকের কলাকুশলীদের মধ্যে। তাদের অনেকেই ফেসবুকে নোভার স্ট্যাটাসে কমেন্ট করে প্রার্থনার কথা জানিয়েছেন। বর্তমানে তারা ঢাকার স্কয়ার হাতপাতালে চিকিৎসাধীন আছেন।