সরকারি অনুদানে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র 'সবুজ ঘুড়ি'। মুক্তিযুদ্ধ বিষয়ক স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য তৈরি করছেন কবীর বাবু। এর কাহিনী ও সংলাপ লিখেছেন অয়ন চৌধুরী। তিনি বলেন, 'ঈদের পরই শুটিং শুরু করব। অভিনয় শিল্পী এখনো ঠিক করা হয়নি। শিগগিরই অভিনয় শিল্পী ঠিক করা হবে।' সিনেমার গল্পে দেখা যাবে, আসাদ ও কহিনূর বেগমের এক ছেলে রতন ও এক মেয়ে রত্না। সাত বছরের রতন ঘুড়ি উড়াতে পছন্দ করে। পাঁচ বছরের রত্নাও সব সময় ভাইয়ের সঙ্গে ঘুড়ি উড়ায়। হঠাৎ দেশে যুদ্ধ শুরু হয়। তাদের ঘুড়ি উড়ানোর আনন্দ মলিন হয়ে যায়।
তাদের বাবা আসাদ পরিবারের সবাইকে রেখে দেশ জয়ের লক্ষ্যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মা কহিনূর অসহায় হয়ে পড়ে দুই সন্তান নিয়ে। এগিয়ে যায় গল্প। সরকারি অনুদানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছে সাবলাইম মিডিয়া।