বলিউডের দাপুটে অভিনেতা অমিতাভ বচ্চন। ৭২ বছর বয়সেও ধরে রেখেছেন সেই ক্যারিশমা। চলতি বছর ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সেরা একশ 'হাইয়েস্ট পেইড' সেলিব্রিটিদের তালিকায় ভারতীয়দের মধ্যে প্রথম জায়গায় সেই শাহেনশা অমিতাভ বচ্চনই। বছরে তাঁর আয় ৩ কোটি ৩৫ লক্ষ মার্কিন ডলার।
পিছিয়ে নেই অক্ষয় কুমারও। বছরে ৩ কোটি ২৫ লক্ষ মার্কিন ডলার রোজগার করে ৭৬ নম্বরে রয়েছেন তিনি। এই তালিকায় রুপালী পর্দার বাইরে যারা জায়গা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ৮২ নম্বরে থাকা ধোনির আয় বছরে ৩ কোটি ১ লক্ষ মার্কিন ডলার। এই তালিকায় প্রথম নাম আমেরিকান বক্সার ফ্লয়েড মে ওয়েদারের। তাঁর আয় বছরে ৩০ কোটি ইউএস ডলার। প্রতি বছরের মতো চলতি বছরেও ধনী ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করল ফোর্বস। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ৩০ জুন, ২০১৫/ রোকেয়া।