রবিবার সকালে এসেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদন। কন্যাসন্তান বাঁচাতে তিনি আবেদন করেছিলেন, সমাজের সব স্তরের মানুষ যেন তাদের কন্যার সঙ্গে একটি করে সেলফি তুলে পোস্ট করেন৷ প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে টুইটারে ঢেউ ওঠে সেলফি পোস্টের৷
সেলেবরাও বাদ যাননি৷ সিনেমা হোক কিংবা রাজনীতি-সব ক্ষেত্রের সেলেবরাই তাদের কন্যার সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন। টলিপাড়ার নায়ক যীশু সেনগুপ্ত তার দুই কন্যার সঙ্গে সেলফি পোস্ট করেছেন৷ কন্যাকে নিয়ে সেলফি পোস্ট করেছেন অরিন্দম শীলও।
মেয়ে ঋষণার সঙ্গে সেলফি পোস্ট করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা। সপরিবারে সেলফি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন৷ উল্লেখ্য বিগবির 'সেলফি উইথ ডটার'-এ আছেন বাড়ির বউ ঐশ্বরিয়াও।
মেয়েকে নিয়ে ছবি দিয়েছেন অর্জুন রামপাল, রাজপাল যাদব, কিরণ বেদী প্রমুখ৷ রাজনীতি জগতের সেলেব বাবারাও এর ব্যতিক্রম নন।
তবে বলিপাড়ায় শাহরুখ থেকে টলিপাড়া আবির, জিতের মতো নায়কদের 'সেলফি উইথ ডটারের অপেক্ষায় তাদের ফ্যানরাও'।
বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৫/ এস আহমেদ