নতুন চমক অপেক্ষা করছে স্পাইডারম্যানের ভক্তদের জন্য। মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফিজ জানিয়েছেন, স্পাইডারম্যানের নতুন মুভিতে এমন কিছু ভিলেনের দেখা মিলতে পারে, যাদের এর আগে কখনো দেখা যায়নি।
স্পাইডারম্যানের পুরনো মুভিগুলোর সঙ্গে পার্থক্য তৈরি করতেই এই সিরিজে বদলে যাবে দুষ্টু লোকেরা। ডক্টর অক্টোপাস, স্যান্ডম্যান, ভেনোম, ইলেক্ট্রো, দ্য লিজার্ড, রাইনো আর গ্রিন গবলিনের সঙ্গে নতুন কারা যুক্ত হবেন; তা নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন কেভিন।
উল্লেখ্য, 'রিবুট' পর্বে বদল ঘটেছে স্পাইডারম্যানেরও। অ্যান্ড্রু গারফিল্ডের পরিবর্তে নতুন 'স্পাইডি' হচ্ছেন টম হল্যান্ড। সূত্র: আনন্দবাজার
বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৫/শরীফ