সাবেক স্বামী সঙ্গীতশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে মামলা করে প্রায় দেড়বছর আদালত পাড়ার উঠোন মাড়িয়েছেন অনন্যা। সমঝোতার পর এখন অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছেন নিজের ক্যারিয়ার নিয়ে। ফিরে যেতে চাচ্ছেন ছোটবেলায় বুণা সেই স্বপ্নের কাছে। স্বপ্ন ছিল বড় হয়ে সঙ্গীত শিল্পী হবেন। কিন্তু বিয়ের পর সেই স্বপ্ন পূরণ থেকে দূরে সরে আসেন অনন্যা। দীর্ঘবিরতির পর আবারও নতুন করে সঙ্গীতচর্চা শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলে এবারের ঈদে প্রকাশ হবে তার প্রথম অ্যালবাম।
এর আগে শোনা গিয়েছিলো, গত পহেলা বৈশাখে তার প্রথম অ্যালবাম মুক্তি পাবে। কিন্তু নানা জটিলতার কারণে তা আর হয়ে উঠেনি।
জানা গেছে, ঈদের আগে প্রকাশিত হওয়া এই অ্যালবামে গান রয়েছে সাতটি। সংগীতার ব্যানারে অ্যালবামটির নাম রাখ হয়েছে 'অনন্যা'। এর মধ্যে চারটি একক ও তিনটি দ্বৈত। অনন্যার সঙ্গে আরও কন্ঠ দিয়েছেন এসআই টুটুল, বেলাল খান ও প্রতীক হাসান। অ্যালবামের সঙ্গীত পরিচালনায় রয়েছেন শওকত আলী ইমন, হৃদয় খান, বেলাল খান, প্রিতম হাসান, জে কে, রাফি ও প্রতীক হাসান। এছাড়া গানগুলো লিখেছেন কবির বকুল, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি, কাবন্দ রায়হান, তানি, আরফিন জেসিকা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে অনন্যা বলেন, ছোটবেলা থেকেই গান করতাম। শিশুশিল্পী হিসেবে পুরস্কারও পেয়েছি। কিন্তু বিয়ে হওয়ার পর গানের স্বপ্নটাকে চাপা দিতে হয়েছিল। এখন নতুন করে গানের চর্চা শুরু করেছি।