প্রায় নয় বছর পর অন্যের সুর-সংগীতে গান গাইলেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু। তিনি বেশির ভাগ সময়ই নিজের সুর ও সংগীতে গান করতে পছন্দ করেন। সম্প্রতি ঢাকার মগবাজারের এবি কিচেন স্টুডিওতে 'ছায়া শরীরী' শিরোনামের গানটির রেকর্ডিং হয়। 'ছায়া শরীরী' গানটির কথা লিখেছেন এম এস রানা। জিয়া খানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন পাভেল আরীন। এরই মধ্যে গানটির মিক্স-মাস্টারিংয়ের কাজও শেষ হয়েছে। আসছে ঈদ উপলক্ষে প্রকাশিত হতে যাওয়া 'কেউ কারও নয়' নামের মিশ্র অ্যালবামে গানটি থাকবে।
আইয়ুব বাচ্চু বলেন, 'গানটির কথা ও সুর আমার খুবই ভালো লেগেছে। অ্যালবামটির সুরকার ও সমন্বয়কারী জিয়া খানের অনেক দিনের ইচ্ছা ছিল তার সুরে আমাকে দিয়ে একটি গান করাবেন। ব্যস্ততার কারণে আমি সময় বের করতে পারছিলাম না। অবশেষে জিয়ার ইচ্ছাশক্তি এবং চমৎকার সুরের কারণে সময় বের করে গানটি গাইলাম।' অ্যালবামটির সব গানের সুরকার জিয়া খান বলেন, 'সংগীতাঙ্গনে আমি অনেক বছর ধরেই কাজ করছি। এই সময়ে অনেকের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাচ্চু ভাই আমার সুরে একটি গান গাইবেন। নয় বছর ধরে চেষ্টা করেছি। বাচ্চু ভাই অবশ্য আমাকে সব সময় আশ্বাস দিয়ে আসছিলেন। অবশেষে তা বাস্তবে করতে পেরেছি। আমি কৃতজ্ঞ বাচ্চু ভাইয়ের কাছে।' 'কেউ কারও নয়' অ্যালবামে আইয়ুব বাচ্চু ছাড়া যেসব শিল্পীর গান থাকছে তারা হলেন- বালাম, কৌশিক হোসেন তাপস, কোনাল, জিয়া খান এবং ভারতের রূপম ইসলাম ও রাঘব চ্যাটার্জি।