সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বাংলা নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ। বৃহস্পতিবার রাজধানীর পল্টন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এত শুভর জি করোলা গাড়ির সামনের অংশ দুমড়ে যায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শুভ। ওই বাস ও চালককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
শুভ জানান, সকালে জিমন্যাস্টিক ফেডারেশনে একটি কোর্সের প্রশিক্ষণের ব্যাপারে কথা বলতে বের হয়েছিলেন তিনি। ফেরার পথেই তার গাড়িটিকে ওই বাসটি ধাক্কা দেয়। আল্লাহর রহমত আছে বলেই গাড়ির ওপর দিয়ে সব গেছে বলে মনে করেন শুভ।
সম্প্রতি মুসাফির সিনেমার শুটিং শেষে সোহানুর রহমান সোহান পরিচালিত নতুন একটি চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন শুভ।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৫/মাহবুব