আইপিএলে গত রবিবার মুম্বাই ইন্ডিয়ান্স এবং পুনে সুপারজায়ান্টের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনীভিত্তিক ছবি ‘আজহার’ এর পুরো টিমের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বেঁকে বসেন অভিনেত্রী প্রাচী দেশাই। ছবিতে আজহারউদ্দিনের সাবেক স্ত্রী নৌরিনের ভূমিকায় অভিনয় করছেন।
তাঁর যুক্তি, মহারাষ্ট্রে খরা-কৃষক মৃত্যুর মতো সমস্যায় আইপিএল’এ বিনোদনের জন্য প্রচুর পানি অপচয় করা হচ্ছে। এর প্রতিবাদেই আইপিএল’এর ময়দানে যেতে চান না তিনি।
তিনি আরও বলেন, ‘‘বিষয়টা হয়তো আইপিএল ম্যানেজমেন্টের হাতে নেই। তবুও যে অনুষ্ঠানে হাজার হাজার লিটার পানি নষ্ট করা হয়, তাও আবার মহারাষ্ট্রের মতো খরাপ্রবণ রাজ্যে, সেখানে কোন মতেই আমি যাব না। আর আমার সিদ্ধান্তটাকে সম্মান জানানোর জন্য ছবির টিমকে ধন্যবাদ জানাই।’’
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৬/মাহবুব