২০১৪ সালের নভেম্বরে পুত্র সন্তানের বাবা হন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। নাম রাখা হয় আরিজ। মাঝে প্রায় দুটি বছর পেরিয়ে যাওয়া আরিজ হাঁটতে শিখেছে। শুধু হাঁটতে শিখেছে বললে ভুল হবে, কারণ বাবার হাত ধরে চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় আছে অনন্ত-বর্ষার পুত্র।
আজ বুধবার সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন অনন্ত জলিল। সেখানে ক্যাপশনে লিখেছেন : ‘‘আমি আর আমার পুত্র সম্ভবত ‘স্পাই’ চলচ্চিত্রে '' একসঙ্গে আসছি। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আরিজকে নিয়ে ব্যায়াম করছেন অনন্ত।
প্রসঙ্গত, ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ শিরোনামের চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় হাজির হন অনন্ত। ২০১৩ সালে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। তার পরবর্তী চলচ্চিত্র ‘স্পাই’ এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৬/মাহবুব