কথাশিল্পী ইফতেখার। এখনও ব্যাচেলর। বিয়ের বয়স পেরিয়ে গেলেও লেখালেখির কারণে বিয়ে করেননি তিনি। একদিন একটি কফিশপে দেখা হয় বীথির সাথে। বীথিকে দেখার পর থেকে তার প্রতি ভালোলাগা কাজ করে লেখকের। সেই ভালোলাগা থেকে বীথির সঙ্গে ঘর বাঁধেন তিনি।
একসময় তাদের সংসার জীবনে চলে আসে একঘেয়েমি। এ কারণে তারা আলাদা থাকতে শুরু করে। কিন্তু আলাদা জীবন যেন আরও বেশি তিক্ত হয়ে ধরা দেয় দু’জন দু’জনের কাছে।
এতক্ষন কথা বলছিলাম‘কফিশপ’ নাটকের গল্পটি নিয়ে। এতে ইফতেখার চরিত্রে অপূর্ব আর বীথির ভূমিকায় অভিনয় করেছেন সুজানা। এক বছর পর আবার একফ্রেমে দেখা যাবে তাদেরকে। গত বছর তানিম রহমান অংশু পরিচালিত ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ নাটকে তারা একসঙ্গে কাজ করেছিলেন।
‘কফিশপ’ লিখেছেন ও পরিচালনা করেছেন রাকেশ বসু। তিনি বললেন, ‘ভালোবাসা যেন জীবনের নিরন্তর পথচলা। চেনা গল্পের জানা কাহিনীকে বারবার অন্য̈ভাবে দেখা। এ ভাবনা থেকেই নাটকটি সাজানো।’
সম্প্রতি উত্তরার একটি শুটিং বাড়িতে নাটকটির দৃশ্যায়ন হয়েছে। ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা ৭টায় আরটিভিতে প্রচার হবে ‘কফিশপ’।
বিডি প্রতিদিন/তাফসীর