সালমান খানের বাড়ির ঠিকানা সকলের জানা- মুম্বইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস। এই বাড়ির একতলা ও দোতলা মিলিয়ে থাকেন সেলিম খানের পরিবারের সদস্যরা। প্রায় ৪০ বছর ধরে এই অ্যাপার্টমেন্টসেই থেকেছেন খান পরিবার। সালমান বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তিত্বের একজন হয়েও কখনো গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস ছেড়ে যাননি। কিন্তু এখন শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে দিচ্ছেন সালমান খান।
তবে তিনি একা নন- গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস ছেড়ে যাচ্ছে পুরো খান পরিবারই। মুম্বইয়ের একটি জনপ্রিয় দৈনিকের খবর অনুযায়ী, লিংকিং রোডের ‘লিটল স্টার’ বাড়িটিই হবে এবার খান পরিবারের ঠিকানা। এই বাড়িটি পরিবারের জন্য কিনেছিলেন সালমান। গ্যালাক্সি ছেড়ে এবার সেখানেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খান পরিবার।
সূত্র: এবেলা
বিডি-প্রতিদিন/এ মজুমদার