প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার। আগামী ৩০ সেপ্টেম্বর আয়োজিত কনসার্টে বাংলাদেশের সংগীতপ্রেমীদের সামনে সরাসরি গান পরিবেশন করবেন তিনি। কনসার্টটি ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় অনুষ্ঠিত হবে।
নেহার মন মাতানো পরিবেশনা সরাসরি উপভোগ করতে হলে টিকিট কেটে প্রবেশ করতে হবে। আর এই টিকিট পাওয়া যাবে অনলাইন শপ 'অথবা ডট কম'-এ। এছাড়া ফ্যাশন হাউজ 'জেন্টল পার্ক' এর সকল শোরুমে কনসার্টের টিকিট পাওয়া যাবে।
টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার, ২ হাজার ও ৩ হাজার ৫০০ টাকা। ইমেকার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কনসার্টের নাম দেয়া হয়েছে 'নেহা কাক্কার লাইভ ইন ঢাকা পাওয়ার্ড বাই রিফাত ট্রেডিং'।
বিডি-প্রতিদিন/এস আহমেদ