চলচ্চিত্রে অভিনয়ে এলেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর বড় বোন স্মিতা। এর আগে কয়েকটি সিরিয়ালে কাজ করেছেন তিনি। এবার নায়িকা হয়ে আসছেন কলকাতার ছবিতে। শ্রাবন্তীর বোনের পুরো নাম স্মিতা চট্টোপাধ্যায়।
শ্রাবন্তী এবং স্মিতা— দুই বোনের মধ্যে এখন পর্যন্ত একজনই এতদিন ছিলেন পাদপ্রদীপের আলোয়। এবার বোনের পথে হাঁটলেন স্মিতা। বড়পর্দায় ডেবিউ করছেন পার্পল মোশন পিকচার্স ও লামা জি ফিল্মসের 'ঝুট বোলে কাউয়া কাটে' ছবি দিয়ে।
পরিচালক সুমিত দাসের এই ছবিতে স্মিতার বিপরীতে অভিনয় করেছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন রেশমি, শামিক, অমিতাভ, পার্থসারথি ও মোনালিসা।
জীবনের প্রথম ছবি নিয়ে খুবই উৎফুল্ল স্মিতা। কিন্তু অভিনয় কেমন করবেন, সেটা এখন বলা সম্ভব নয়। তবে সিরিয়ালে যখন অভিনয় করেছেন, চলচ্চিত্রে কম যাবেন না বলেই মনে করছেন অনেকে। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ