‘তুম বিন ২’ ছবিটি কেমন হবে তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। এবার মুক্তি পেল ছবির ট্রেলার। কয়েক ঝলকে তা কিছুটা হলেও আঁচ করা গেল। কাহিনি গতানুগতিক। ২০০১-এর ‘তুম বিন’ ছবিটির কথা মনে থাকলে মিলিয়ে নিতে অসুবিধা হবে না।
ফুটফুটে এক নায়িকা আর সুদর্শন দুই পুরুষের ত্রিকোণ প্রেমের কাহিনি। একজনের মৃত্যুর পরে আরেকজনের সঙ্গে কী ভাবে পূর্ণতা পায় নায়িকার প্রেম- তাই নিয়েই গড়ে উঠেছিল ‘তুম বিন’।এবারেও তার ব্যত্যয় হচ্ছে না।
তবে ‘তুম বিন ২’ অনেক বেশি যুগোপযোগী। চুমু, শরীরী প্রেমের উষ্ণতা- কোনও কিছুই বাদ যায়নি ছবি থেকে। তাদের হাত ধরেই পথ হেঁটেছে প্রেম আর বিরহ। ছবিটির মাধ্যমে অনেক দিন পরে বলিউডের পর্দায় ফিরে এলেন নেহা শর্মা। তার সঙ্গে রয়েছেন আদিত্য শীল আর অসীম গুলাটি।
‘তুম বিন’ ভীষণ ভাবে জনপ্রিয় হয়েছিল তার গানের জন্য। সেই কথা মাথায় রেখেই জগজিৎ সিংয়ের ‘কোই ফরিয়াদ’ গানটিকে নতুন আঙ্গিকে রাখা হয়েছে ছবির সিক্যুয়েলে।
সূত্র : সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা